গত ৩ মে মণিপুরে যে ধারাবাহিক হানাহানি শুরু হয়েছে, তার পরিণতি হিসেবে কিছু পরিসংখ্যান প্রকাশ করলো রাজ্যের সরকার। সংখ্যাগুলিতে ফুটে উঠছে, হিংসার জের, আর স্থানীয় মানুষদের আতঙ্ক কোন পর্যায়ে এসে পৌঁছেছে।
মণিপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত চার মাসের হিংসায় এখনও অবধি ১৭৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১,১১৮ জন।
মর্গে পড়ে আছে ৯৬ টি বেওয়ারিশ লাশ । এখনও অবধি কোনো পরিচিত বা আত্মীয়-পরিজন এসে সেই মৃতদেহগুলির একটাকেও সনাক্ত করেননি।
রাজ্যের পুলিশ জানিয়েছে, রাজ্যে কমপক্ষে ৫,১৭২ টি আগুন লাগানোর ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।
মনিপুরের বিভিন্ন জায়গা থেকে আরও ১৫,০৫০ টি গোলাবারুদ এবং অন্তত ৪০০ টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মনিপুর পুলিশ। ধ্বংস করা হয়েছে অন্তত ৩৬০ টি বাঙ্কার।
Comments