বনদপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার প্রায় ৪০ টি একটি হাতির দল পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বিষ্ণুপুরের জঙ্গলে প্রবেশ করেছে। এই মুহূর্তে হাতির দল রয়েছে বাঁকাদহ রেঞ্জের আমডাহারা বিটের আস্থাশোল জঙ্গলে।
গতকাল থেকেই এলাকায় মাইকিং এর মাধ্যমে বারংবার বনদপ্তরের পক্ষ থেকে সতর্ক করছেন সাধারণ মানুষকে । এমনকি জঙ্গলের পরিবেষ্টক এলাকার মানুষের জঙ্গলে না যাওয়ার কথাও জানিয়েছে বনদপ্তর।
তবে এই হাতির দল কী করে পৌঁছালো বাঁকাদহ রেঞ্জের আমডাহারা বিটের আস্থাশোল জঙ্গলে? সেখান থেকে আবার কোথায় আস্তানা নেবে? আর কোন এলাকায় বাসিন্দাদের আতঙ্কে রাখবে, সেটা জানা যায়নি।
Comments