top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

দমবন্ধ হয়ে মারা গেলেন পরিযায়ী শ্রমিক পরিবারের চার জন সদস্য, সংকোশ চাবাগানে শোকের ছায়া


বেঙ্গালুরুতে একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে কুমারগ্রামের এক পরিযায়ী শ্রমিক পরিবারের চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতরা হলেন কালে সার্কি,লক্ষ্মী সার্কি, ফুল কুমারী সার্কি ও কুশল সার্কি।


কালে সার্কির দুই স্ত্রী লক্ষ্মী ও ফুলকুমারী । কুশল দ্বিতীয় পক্ষের ছেলে। শনিবার রাতে বেঙ্গালুরুর ডোড্ডাবাল্লাপুর জেলার হলেয়ারাহাল্লি এলাকায় শোবার ঘরে রহস্যজনক ভাবে দম বন্ধ হয়ে প্রত্যেকে মারা যায়।


মৃতরা প্রত্যেকেই কুমারগ্রাম ব্লকের সংকোশ চাবাগানের নেপালি লাইনের স্থায়ী বাসিন্দা। প্রায় ১০ বছর আগেই এই পরিবার কাজের সুত্রে বেঙ্গালুরুতে যায়। সেখানে একটি পোল্ট্রি ফার্মে কাজ করত এই পরিবার। তার পর থেকে বেঙ্গালুরুতেই থাকতেন তাঁরা ।


বছরে একবার নিয়মিত সংকোশ চাবাগানের বাড়িতে আসতেন।একসাথে চার জনের মৃত্যুর ঘটনায় কুমারগ্রামের সংকোশ চাবাগানে শোকের ছায়া নেমে এসেছে।


বেঙ্গালুরুতেই মৃতজনেদের সৎকার সম্পন্ন হয়েছে। সংকোশ চাবাগানের বাড়িতে এখন রয়েছেন মৃত কালে সার্কির দুই শোকার্ত ভাই বাবুরাম সার্কি ও লাটাময়লা সার্কি।

Comments


bottom of page