মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বিলাসবহুল মলে ১৪ বছর বয়সী এক যুবকের গুলিতে চারজন নিহত। কয়েকজন আহত হয়েছেন। থাই পুলিশ সেই সেই গুলি চালককে তাদের হেফাজতে নিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তার ফেসবুক পেজে জানিয়েছে যে সিয়াম প্যারাগন বলে এই ঘটনাকে ঘটে। এবং সেই 14 বছর বয়সী যুবককে তারা জিজ্ঞাসাবাদ করছেন ঘটনাটির বিষয়ে।
এই ঘটনার অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে এবং তার সাথে অনেক ভিডিও। কিছু ভিডিওতে অনেক বৃশৃংখলার দৃশ্য দেখানো হয়েছে শিশুসহ লোকজন বলে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে আসছে যখন নিরাপত্তা রক্ষীরা তাদের বের করে নিয়ে এসেছে।
ভিডিওগুলিতে দেখানো হয়েছে একটিতে লোকেরা একটি রেস্ট করার ভিতরে একটু অন্ধকার ঘরে লুকিয়ে রয়েছে। সকল টেলিভিশনের লাইভ দেখানো হচ্ছিল বৃষ্টিতে মলের বাইরে ট্রাফিকের লম্বা লাইন দেখানো হয়েছে।
থাইল্যান্ডের মতো জায়গায় রাস্তার এত ভিড় থাকা সত্ত্বেও মলের ভেতরে এরকম ঘটনা তা নিয়েই চাঞ্চল্য। পুলিশ সেই ১৪ বছরের শুটারকে তাদের হেফাজতে নিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারনে এরকম ঘটনা সে ঘটিয়েছে? এই ঘটনার পেছনে কার হাত?
Comments