মুর্শিদাবাদের রানিনগরে ৩ পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃনমুলে। তিনজনই কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী।
হানিফ শেখ, উর্মিলা খাতুন ও মাফুজা বিবি এই তিনজন যোগ দেন তৃনমুলে। বাম - কংগ্রেস জোট করে রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি গঠন করে। মোট ২৭টি আসনের মধ্যে ১৪টি কংগ্রেসের ও ১৩টি তৃণমূলের দখলে ছিল।
এই দলবদলের আগেই কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ জানায়, তৃনমুলের লোকরা ভয় দেখাচ্ছে পঞ্চায়েত সদস্যদের। পুলিশি কেশ দেওয়ার অভিযোগও ওঠে।
দলবদকারী উর্মিলা খাতুন জানান, তারা উপযুক্ত সম্মান পাচ্ছে না দলে তাই তারা তৃণমুলে যোগ দেন। তারা অধীর রঞ্জন চৌধুরীর সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেন।
কোনটা সত্যি কোনটাই বা মিথ্যে? নির্বাচিত প্রতিনিধিদের কি দলকে ভালবেসে রাজনীতি করেন না? তাই কি যেদিকে পাল্লা ভারী, সেদিকেই চলে যান?
Comments