top of page
Wrishita Mukherjee, WTN

রানীনগরে রাজনৈতিক সংঘর্ষে গ্রেফতার ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ৩৫, তুঙ্গে তরজা



পঞ্চায়েত জয়ীদের নিয়ে কংগ্রেসের বিজয় সম্মেলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ আসে। রাণীনগরে উত্তেজনা ছড়ায় ব্যাপকভাবে। কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল। পরে স্থানীয় টিএমসি অফিসেও হামলা হয়। ভাঙচুরের অভিযোগ আনা হয় কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে


রাণীনগর থানা ভাঙচুর এবং তৃণমূলের দলীয় কার্যালয় আগুন দুষ্কৃতীদের এবং পুলিশকে মারধরের অভিযোগে রাণীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও ২৯জন কে গ্রেফতারপুলিশের। গ্রেফতার রাণীনগর থানার পুলিশের ।


শুক্রুবার মুর্শিদাবাদে রাণীনগর থানায় ভাঙচুর চালায় কংগ্রেসের কর্মীরা।পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে, বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ডিজে বক্স বাজিয়ে কংগ্রেস কর্মীরা যাচ্ছিলো তাতে বাধা দেওয়াকে কে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের।


এই ঘটনায় কংগ্রেসের জেলা সভাপতি কুদ্দুস আলী সহ আরও ২৯ জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের তোলা হবে লালবাগ আদালতে। তদন্তে রাণীনগর থানার পুলিশ।


কুদ্দুস আলি সহ চারজনকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হলো।

コメント


bottom of page