top of page

জামিনে মুক্ত ২৪ হকার, রেলের অবস্হানে নানা সংগঠনের ক্ষোভ


হাওড়া স্টেশনে হকার আন্দোলনের আন্দোলনকারী ২৪ জন হকার জামিনে মুক্তি পেলেন। এর আগে তীব্র আকার ধারণ করে হকারদের বিক্ষোভ। ট্রেনে হকারি বাতিল করতে চায় রেল। রেল-পুলিশের লাঠির সামনে ডালা নিয়ে বিক্ষোভে সামিল হয় হকাররা। গ্রেফতার হন হকারদের নেতা সিদ্ধব্রত দাস সহ ২৪ জন। এদের মুক্তির দাবি তোলে নানা গণ-সংগঠন । অবস্হান জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে মজদুর ক্রান্তি পরিষদ। অবস্হান জানায় এপিডিআর। রবিবার জামিনে মুক্তি পান হকাররা।


অনেকদিন ধরেই লড়ছেন রেলের হকাররা। অভিযোগ, নানান স্টেশনে তাদের কাজে বাঁধা দিয়েছে, লাঠিচার্জ করেছে আরপিএফ। বিশেষত লকডাউনের পর থেকে হকারদের ট্রেনে পণ্য বেচতে দিতে চায় না রেল। সরাসরি, কোনও বড় স্বীকৃত শ্রমিক সংগঠন ছাড়াই 'জাতীয় বাংলা সম্মেলন' নামের একটি সংগঠনের নেতৃত্বে দানা বাঁধে এই আন্দোলন। প্রথমে পণ্য নিয়ে হকারদের হাওড়া স্টেশন চত্বর দখলের পর, শনিবার আরপিএফ লাঠিচার্জ করে। বাংলা সম্মেলনের নেতা-কর্মীদের গ্রেফতারির পর বৃহত্তর নাগরিক বৃত্তে আলোচনায় উঠে আসছে এই হকার আন্দোলন।

Comments


bottom of page