নয়া শিক্ষানীতি অনুযায়ী উচ্চ মাধ্যমিকে চালু হতে চলেছে ওএমআর শিট। বেশ কিছুদিন ধরেই এই প্রসঙ্গে জল্পনা শোনা যাচ্ছিল নানান শিক্ষা মহলে। যা রটে তার কিছুটা বটে! অবশেষে জল্পনা শেষ করে সামনে এল তথ্য।
২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় থাকবে ওএমআর শিট। ইতিমধ্যে এই প্রসঙ্গে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে শিক্ষা সংসদ।
সূত্রের খবর, ২০২৬ সাল থেকে দুটো সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। নতুন শিক্ষানীতির ভিত্তিতে নেওয়া হবে পরীক্ষা। প্রথম সেমিস্টারে থাকবে মাল্টিপল চয়েজ প্রশ্নোত্তর। যা ওএমআর শিটে পরীক্ষার্থীদের চিহ্নিত করতে হবে। খবর প্রকাশ্যে আসতেই তরজা শুরু শিক্ষা মহলে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, সর্বভারতীয় স্তরে যেসব পরীক্ষাগুলি হয় তা সবই মাল্টিপল চয়েজ প্রশ্ন- উত্তর। ব্যবহৃত হয় ওএমআর শিট। তাই যাতে ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে ভালো ফলাফল করতে পারে এবং তাদের মধ্যে যাতে ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি হয়, তার জন্যই এই উদ্যোগ সরকারের।
শিক্ষকমহলের একটি বড় অংশ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে লাগাতার সামনে আসতে ওএমআর শিটে কারচুপির খবর। তাই চিন্তার ভাঁজ শিক্ষাবিদদের কপালে। OMR- এ ফের সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন ঠিক মত হবে কিনা উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
যদিও তাদের একাংশের দাবি, এই পদ্ধতিতে সর্বভারতীয় স্তরে পরীক্ষাগুলি দিতে সুবিধা হবে পড়ুয়াদের। শিক্ষা দপ্তর সূত্রে খবর, OMR শিটে পড়ুয়াদের যাবতীয় প্রশিক্ষণ আবার বন্দোবস্ত করেছে পর্ষদ। ঠিক করা হয়েছে ট্রেনিং মডিউল, মক টেস্ট। কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে, তারও একটি খসড়া তৈরি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
Comments