top of page

অলিম্পিকে ১১৭ সদস্যের ভারতীয় দল, পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার একাধিক ক্রীড়াবিদও

অলিম্পিকের ঢাকে কাঠি পড়ে গেল। আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট ১১৭ জন অ্যাথলিট। তবে ২০২১ সালের তুলনায় কম সংখ্যক ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন এবারের অলিম্পিকে। সেই তালিকায় রয়েছেন নীরজ চোপড়া, পিভি সিন্ধুর মতো তারকারা। বালিগঞ্জের ছেলে আনুশ আগারওয়ালও অংশ নেবেন অলিম্পিকে।


২০২৪ অলিম্পিকে (Paris Olympic 2024) ভারতীয় কনটিনজেন্টে সবচেয়ে বেশি সদস্য রয়েছেন অ্যাথলেটিক্স থেকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে মোট ২৯ জন ভারতীয় অংশ নেবেন। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম নীরজ চোপড়া। এছাড়াও রয়েছেন জ্যাভলিনে পদক জয়ের আশা দেখানো কিশোর জেনা, স্টিপলচেজে পারুল চৌধুরিরা। বাংলা থেকে শটপাটার আভা খাটুয়া যোগ্যতা অর্জন করলেও এবার প্যারিসে যাওয়া হচ্ছে না তাঁর। ঠিক কী কারণে বাদ পড়লেন বাংলার অ্যাথলিট, সেই নিয়ে প্রশ্ন থাকছে।


এছাড়াও ভারতীয় দলে রয়েছেন ২১ জন শুটার। ভারত্তোলনে ভারতের একমাত্র প্রতিনিধি মীরাবাই চানু। ২০২১ টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন তিনি। এছাড়াও ইকুয়েস্ট্রিয়ানে বালিগঞ্জের আনুশ আগারওয়াল ভারতের একমাত্র প্রতিনিধি। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ভিনেশ ফোগাটও প্যারিসে কুস্তির ম্যাটে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, চিরাগ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডিরাও রয়েছেন ভারতীয় দলে। বক্সিংয়ে ভারতের অন্যতম ভরসা নিখাত জারিন এবং লভলিনা বরগোঁহাইও দলে রয়েছেন।


এবার অলিম্পিকে ভারতের পতাকাবাহক হবেন সিন্ধু এবং শরথ কমল। এই প্রথমবার অলিম্পিকে ভারতের অ্যাথলিট এবং কোচিং স্টাফের সংখ্যা প্রায় সমান হবে। গেমস ভিলেজে থাকবেন ভারতের শেফ দ্য মিশন গগন নারাং-সহ ১১ জন সদস্য। তার বাইরেও দশ অতিরিক্ত কন্টিনজেন্ট অফিশিয়াল যাবেন প্যারিসে।



Comentarios


bottom of page