top of page

১১ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে তলব নবান্নে, জোর তরজা শিক্ষক সংগঠনের অন্দরে

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বেতন প্রক্রিয়া নিয়ে বৈঠক ডেকেছে নবান্ন। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ১১ টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের। কিন্তু কি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? নবান্ন সূত্রে খবর, বিকল্প বেতন প্রক্রিয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনায় বুঝতে চায় তারা।


বিকল্প বেতন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে ইতিপূর্বে একটি যৌথ প্রেশ বিবৃতি দিয়েছে সরকারবিরোধী পক্ষের শিক্ষক সংগঠনগুলি। রাজ্যে ১৫ টিরও বেশি সরকার বিরোধী শিক্ষক সংগঠনগুলি জানিয়েছে, তারা আশঙ্কা করছেন রাজ্যের সমস্ত অধিকার কেড়ে এই প্রক্রিয়া বিকাশ ভবনে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। এই বৈঠকের পর বেতন দেওয়ার অধিকার আর বিশ্ববিদ্যালয়ের হাতে থাকবে না। সে ক্ষেত্রে একটাই ভয় বিকাশ ভবন থেকে যদি কারোর বেতন আটকে দেয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর কিছু করার থাকবে না। যদিও এই বক্তব্যের সায় দেয়নি সরকারপন্থী শিক্ষক সংগঠন ওয়েব কুপা। তাদের বক্তব্য বিরোধী শিক্ষক শিবিরের এই আশঙ্কা অমূলক। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম কোনভাবেইবিশ্ববিদ্যালয়ের অধিকার এ হস্তক্ষেপ করবে না।


যদি ও নবান্নের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়নি বেতন প্রক্রিয়া বদলানোর কথাই ভাবা হচ্ছে। চলতি সপ্তাহের বুধবার তাই বৈঠকে ডাকা হয়েছে ১১ টি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অফিসারকে। সূত্রের খবর এই বৈঠকে আলোচিত হবে, সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির এইচ আর এম এস নিয়ে। ১২০২ নম্বর ঘরে এদিন বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে উপস্থিত থাকবেন না কলকাতা প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন বৈঠকে তার উপস্থিত না থাকলেও বিরোধী শিক্ষক সংগঠন জুতা এবং কুটা একটি প্রেস বিবৃতি জারি করেছে। তাদের বিবৃতিতে সহমত প্রকাশ করেছে রবীন্দ্রভারতী, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ আরো 15 টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন।


বুধবার নবান্নে ডেকে পাঠানো হয়েছে যে কটা বিশ্ববিদ্যালয়কে তাদের মধ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিশ্ব বিশ্ববিদ্যালয়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। নবান্নের তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে স্টাফ জানানো হয়েছে, উদ্ধৃত বিশ্ববিদ্যালয়গুলির ফাইনান্স অফিসারদের অবশ্যই থাকতে হবে বৈঠকে। যদি একান্তই তার উপস্থিত না থাকতে পারেন, তাদের বদলে ভারপ্রাপ্ত কর্মীও আসতে পারেন।

Comments


bottom of page