top of page

বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রকে অপহরণের ঘটনায় ধৃতদের জেল


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মায়ানমার দেশের ছাত্রকে অপহরণের ঘটনায় ধৃত নয়জনকে রবিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলো। ধৃতদের মধ্যে আটজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ও একজন নানুরের বাসিন্দা।


এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা হল ১২ জন। শনিবার দুবরাজপুর থানার ইসলামপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।


তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্বভারতীর বিদেশী ছাত্রটিকে উড়িষ্যার তালসারী থেকে উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণের ঘটনায় কোটি কোটি টাকার আদান-প্রদানের তথ্য উঠে এসেছে। ঘটনায় নেমে পুলিশ জানতে পারে সেই পড়ুয়া চুল কেনাবেচার ব্যাবসার মধ্যে জড়িয়ে ছিল। সেই ব্যাবসায় টাকা পয়সা নিয়ে গোলমালের কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।


জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনায় মোট ১২ জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে চার জন বীরভূম জেলার বাসিন্দা। তিন জন দুবরাজপুরের এবং এক জন নানুরের। বাকি আট জন পূর্ব মেদিনীপুরের। বিশ্বভারতীর ওই পড়ুয়াকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। তাঁকে জেলায় নিয়ে আসা হচ্ছে।’’


পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেছেন , ‘‘পূর্ব মেদিনীপুর এবং বীরভূম পুলিশের যৌথ অভিযানে ওড়িশা সীমান্ত থেকে আট জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের পুলিশ তদন্ত করছে।’’

Comments


bottom of page